ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি কোয়ার্টার গুলোতে কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিনা ভাড়ায় কোয়ার্টারে বসবাস করে আসছেন। সরকারি বিদ্যুৎ ব্যক্তিগতভাবে ব্যবহার করলেও বিল পরিশোধ করা হচ্ছে হাসপাতালের মিটার থেকে। এতে সরকারের লাখ লাখ টাকা অপচয় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরে জমিন তথ্য অনুসন্ধানে দেখা যায়, ওই স্বস্থ্য কমপ্লেক্সে ১৫ থেকে ২০ জন কর্মচারী কোয়ার্টারে বসবাস করছে বিনা ভাড়ায় এবং বিদ্যু ব্যবহার করছেন হাসপাতালের মিটার থেকে। যার কোনো বিলও পরিশোধ করতে হয় না তাদের। এতে প্রতি মাসে সরকারের বিপুল পরিমাণ অর্থ অপচয় হচ্ছে। সরকারি বিধি মোতাবেক বিনা ভাড়ায় কোয়ার্টার ব্যবহার এবং সরকারি মিটার থেকে বিদ্যুৎ ব্যবহার করার কোনো বিধান না থাকলেও এ হাসপাতালের বেলায় এ অনিয়মেই যেন নিয়মে পরিণত হয়েছে। হাসপাতালে ডাক্তারদের কোয়ার্টারগুলো তাদের মতে থাকার অনুপযোগী হওয়ায় কোনো ডাক্তারই...