প্রত্যেক বছর সারা পৃথিবীতে দুই কোটিরও বেশি মানুষ নতুন করে হৃদরোগে আক্রান্ত হচ্ছে। এই হৃদরোগে আক্রান্ত হওয়ার পেছনে সবচেয়ে বেশি দায়ী অসচেতনতা এবং হৃদরোগের প্রাথমিক লক্ষণগুলোকে শনাক্ত করতে ব্যর্থ হওয়া। তাই এই বছর বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ডোন্ট মিস এ বিট’ অর্থাৎ হৃদরোগের লক্ষণকে উপেক্ষা না করে দ্রুত চিকিৎসা নিন। আমরা যত দ্রুত এই লক্ষণগুলো নির্ণয় করতে পারব তত দ্রুত রোগীকে চিকিৎসা করে সুস্থ করতে পারব। তাই হৃদরোগের কোনো লক্ষণকেই অবহেলার দৃষ্টিতে দেখা যাবে না। বিশ্ব হার্ট দিবস (World Heart Day) হলো একটি আন্তর্জাতিক সচেতনতা গঠনের দিবস, যা প্রতিবছর ২৯ সেপ্টেম্বর পালিত হয়। এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে কার্ডিওভাসকুলার রোগ (হার্ট ও রক্তনালি সংক্রান্ত রোগ) ও স্ট্রোকের ঝুঁকিগুলো সম্পর্কে জানিয়ে দেওয়া, তাদের প্রতিরোধমূলক উপায়গুলো প্রচার করা এবং সুস্থ-হার্ট জীবনধারার...