১০ বছর বয়সী আবু আব্দুল্লাহ হৃদযন্ত্রের ত্রুটি নিয়েই জন্ম নিয়েছিল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ‘টেট্রালজি অব ফেলোট’, জম্মের পর থেকেই প্রচন্ড শ্বাসকষ্টে তার শরীর নীলচে হয়ে যেত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যাটাও প্রকট হচ্ছিল। ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় থাকা শিক্ষক বাবা ফরিদুল আলমের আয়ও সীমিত। ঢাকায় গিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য না থাকায় শরণাপন্ন হলেন চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের কার্ডিয়াক সেন্টারে। চিকিৎসকরা আবদুল্লার জটিল অস্ত্রোপচার করলেন। টানা ১৫ দিন পর সুস্থ হয়ে মুখে হাসি নিয়ে হাসপাতাল ছাড়ল আব্দুল্লাহ। ছেলেকে নিয়ে আনন্দের শেষ নেই তার মা-বাবারও। ঘটনাটি সাম্প্রতিক সময়ের। শুধু আবদুল্লাহ নয়, এভাবে প্রতিদিন অনেক নারী পুরুষ ও শিশুকে নতুন জীবন ফিরিয়ে দিচ্ছেন চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বেসরকারি পার্কভিউ হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা। শুধুই কি পার্কভিউ! না, হৃদরোগে আক্রান্তদের একই রকম চিকিৎসাসেবা দিয়ে...