জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন নতুন বাংলাদেশ গঠনে প্রবাসী বাংলাদেশিদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা আশা করি, প্রবাসী বাংলাদেশিরা নতুন বাংলাদেশ গঠনে জোরালো ভূমিকা পালন করবেন। স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যে আখতার হোসেন একথা বলেন। এনসিপির সদস্য সচিব উল্লেখ করেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান দেশে নতুন নেতৃত্ব সৃষ্টির পথ প্রশস্ত করেছে। এ প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আখতার হোসেন বলেন, বাংলাদেশের নতুন প্রজন্ম সবার জবাবদিহিতা নিশ্চিত করতে চায় এবং সবার অধিকার রক্ষার পক্ষে সোচ্চার। প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে এনসিপির সদস্য সচিব জানান, এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি সুদৃঢ় অবস্থান নিয়েছে এবং ভোটাধিকার নিশ্চিত...