ব্র্যাক ব্যাংকের তিন মাস ধরে চলা রেমিটেন্স ক্যাম্পেইনে প্রথম পুরস্কার হিসেবে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জিতেছেন চট্টগ্রামের একজন গ্রাহক। মোহাম্মদ নাসের চট্টগ্রামের মুরাদপুর ব্রাঞ্চের একজন গ্রাহক, যিনি শীর্ষ রেমিটেন্স গ্রাহক হিসেবে পুরস্কারটি জিতেছেন। বৈধ ও নিরাপদ চ্যানেলে প্রবাসী আয় দেশে পাঠাতে উদ্বুদ্ধ করতেই ব্র্যাক ব্যাংক এ ক্যাম্পেইনটি চালু করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। নাসেরকে পুরস্কার হস্তান্তর করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল, রেমিটেন্স ও প্রবাসী ব্যাংকিংয়ের প্রধান শাহরিয়ার জামিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত এ ক্যাম্পেইন চলে। এতে গ্রাহকদের দেওয়া হয় নানা আকর্ষণীয় পুরস্কার। সাপ্তাহিক পুরস্কার হিসেবে ছিল মোবাইল ফোন, স্পিকার,...