এশিয়া কাপের ফাইনালে এ প্রথম মুখোমুখি ভারত-পাকিস্তান। প্রত্যাশিতভাবেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে। উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে শেষ পর্যন্ত পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবম বারের মতো মহাদেশসেরার মুকুট পরল ভারত। রোমাঞ্চে ঠাসা ফাইনালে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ফারহান ও ফখর জামানের ব্যাটে চড়ে দারুণ শুরু পায় পাকিস্তান। ওপেনিং জুটি থেকে আসে ৮৪ রান। ৩৮ বলে ৫৭ রান করে আউট হব ফারহান। সাইম আইয়ুব ১৪ করে আউট হলে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং। এরপরই ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে। পরপর ৫ ওভারে ৭ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ১৭তম ওভারে একাই ৩ উইকেট তুলে নেন কুলদীপ যাদব। ২১ রানের ব্যবধানেই পাকিস্তান হারায় ৭ উইকেট। পরের দুই ব্যাটারও ফেরেন দ্রুতই। সব মিলিয়ে ৩৩ রান তুলতেই পরের ৮ ব্যাটারকে হারিয়ে...