রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়ার ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। ২-১ গোলে জিতে রিয়াল মাদ্রদিকে টপকে শীর্ষস্থান দখল করে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এস্তাদিও অলিম্পিক লুইসে কাতালানদের হয়ে গোল দুটি করেন জুলেস কৌন্ডে এবং রবার্ট লেভান্ডোভস্কি। সোসিয়াদাদের হয়ে একমাত্র গোলটি করেন আলভারো ওড্রিওজোলা। ম্যাচের ৩১ পিছিয়ে পড়ে বার্সেলোনা। ওড্রিওজোলার গোলে এগিয়ে যায় সোসিয়াদাদ। সমতায় ফিরতে বেশি একটা বেগ পেতে হয়নি কাতালানদের। ৪১ মিনিটে গোল করেন ফরাসি তারকা কৌন্ডে। সমতায় থেকে বিরতিতে যায় দলদুটি। ম্যাচ জুড়ে ৭৫ শতাংশ বল নিয়ন্ত্রণে রাখে বার্সা। ম্যাচের ৫৯ মিনিটে লিড এনে দেন পোল্যান্ড তারকা লেভান্ডোভস্কি। ম্যাচে পরবর্তী সময় দুদল বেশ কিছু আক্রমণ করলেও জালের দেখা...