পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। জিতেছে রেকর্ড নবম শিরোপা। ট্রফির পাশাপাশি ভারত জিতে নিয়েছে মোটা অঙ্কের আর্থিক পুরস্কারও। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, এবারের চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত পুরস্কার পাবে ৩ লাখ ডলার বা প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। অন্যদিকে, রানার্সআপ পাকিস্তান পাবে ১ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। ২০২৩ সালের ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের চ্যাম্পিয়নরা পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার। এর আগের বছর, ২০২২ সালে চ্যাম্পিয়নদের প্রাইজমানি ছিল ২ লাখ ডলার। গত দুই বছরের তুলনায় এবার প্রাইজমানির অঙ্কটা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এবারের এশিয়া...