পাকিস্তানকে হারিয়ে ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। রোববার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের হাইভোল্টেজ পনকে ৫ উইকেটে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। তাতে মহাদেশীয় এই টুর্নামেন্টের নবম শিরোপা ঘরে তুলল টিম ইন্ডিয়া। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ফাইনাল জয়ের নায়ক তিলাক ভর্মা। ৫৩ বলে ৩ চার ও ৪ ছক্কার মারে ৬৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার। দুবাইয়ে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত৷ দলীয় ২০ রানের মধ্যেই ৩ উইকেট হারায় তারা। ফাইনালে ব্যাট হাতে রাঙাতে পারেননি...