রাজস্থানের কোটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ভারতীয় টেলিভিশনের শিশু অভিনেতা বীর শর্মা (১০) এবং তার কিশোর ভাই শৌর্য শর্মা। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দীপশ্রী অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায় তাদের ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং ড্রইং রুমে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা তখন ঘুমিয়ে ছিল। আগুন অন্য ঘরে ছড়িয়ে না পড়লেও ধোঁয়ায় তারা অজ্ঞান হয়ে পড়েন। দুর্ঘটনার সময় তাদের বাবা জিতেন্দ্র শর্মা একটি ভজন অনুষ্ঠানে এবং মা, অভিনেত্রী রীতা শর্মা মুম্বাইয়ে ছিলেন। প্রতিবেশীরা ধোঁয়া দেখে দরজা ভেঙে ভেতরে...