এশিয়া কাপের গ্রুপ পর্বে ও সুপার ফোর রাউন্ডে ভারতের সঙ্গে অনায়াসেই হেরেছিল পাকিস্তান। তাই ফাইনালে প্রতিশোধ নিতে চেয়েছিল সালমান আলি আগার দল। এজন্য ব্যাট-বল হাতে শুরুটা রোববার দুর্দান্ত হয়েছিল দলটির। তবে এ দুই বিভাগের শেষটাই তাদের জন্য একরাশ হতাশায় উপহার দেন কুলদীপ যাদব আর তিলক ভার্মা। যে কারনে কোন বড় টুর্নামেন্টে আরও একবার ভারতের কাছে শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেল পাকিস্তানের। এদিকে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতেরই দখলে থেকে গেল। দলটি এ নিয়ে নবমবারের মতো মহাদেশের চ্যাম্পিয়ন হলো। সাতবার ওয়ানডে সংস্করণে, দুবার টি–টোয়েন্টি সংস্করণে।রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সপ্তদশ এশিয়া কাপ ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহান আর ফখর জামান নৈপুণ্যে ১১.২ ওভারে ১০০ রান তুলেছিল পাকিস্তান। তবে এরপর তারা চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে অলআউট...