চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে ১৯৯৭ সালের ৬ জুলাই গুলি করে হত্যা করা হয় সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক সিনাউল হক আশিককে। এ ঘটনায় হওয়া মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালত পাঁচ আসামিকেই খালাস দেন। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের একটি গির্জায় হত্যার শিকার হন শিক্ষক সুব্রত বৈদ্য। এ ঘটনায় দারুস সালাম থানায় হওয়া মামলার তদন্ত শেষে ২০১৩ সালে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচার প্রক্রিয়া শেষে ১৩ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক মো. মঞ্জুরুল হোসেনের আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব আসামিকে খালাস দেন। শুধু আশিক ও...