নিজের থাইরয়েড জটিলতায় দেশের বাইরে চিকিৎসায় গিয়েছিলেন মীর মোশাররফ হোসেন। এরপর দেশের বিভিন্ন হাসপাতালে ঘুরতে হয়েছে নিজের প্রয়োজনে। চিকিৎসা নিতে প্রান্তিক জনগোষ্ঠীর হয়রানি, ভোগান্তি, খরচ এসব দেখে গ্রামের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করার তাগিদ অনুভব করলেন। নিজের অন্য ব্যবসা গুটিয়ে মাথায় ঢুকল চিকিৎসা ব্যবস্থায় কাজ করার পরিকল্পনা। ২০১৩ সাল থেকে চিন্তায় এলো আধুনিক চিকিৎসা কেন্দ্র গড়ার স্বপ্ন। হবে শহরের বাইরে। যেখানে গ্রামের সাধারণ মানুষ সহজে সেবা পাবে। পাশে পেলেন চট্টগ্রামের সেরা চিকিৎসা ব্র্যান্ড শেভরণকে। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. গোলাম মোস্তফা হারুন পাশে দাঁড়ালেন। ২০১৮ সালের ২ নভেম্বর চট্টগ্রামের আনোয়ারায় গড়ে তুললেন শেভরণ আনোয়ারা শাখা। প্রায় ২০ হাজার বর্গফুটের দুটি ফ্লোরে ৯০ জনেরও বেশি বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে শেভরনের এই শাখা পরিণত হয় আনোয়ারা, চন্দনাইশ, বাঁশখালীর আস্থার ঠিকানা।...