ঘরের মাঠে রবিবার লা লিগায় প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়াদাদকে। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে বার্সার জয়সূচক গোলটি করেন রবাট লেভানডফস্কি। সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেল রিয়াল মাদ্রিদ। খেলার ধারার বিপরীতে ৩১ মিনিটে আচমকা এক গোলে বার্সেলোনাকে হতভম্ব করে দেয় সফরকারীরা। ৪৩ মিনিটে জালের দেখা পায় বার্সেলোনা। বাঁ দিক থেকে মার্কাস রাশফোর্ডের কর্নারে হেডে সমতা টানেন ফরাসি ডিফেন্ডার কুন্দে। ৫৮ মিনিটে মাঠে নামেন ইয়ামাল। এক মিনিট পরই ক্রস বাড়ান ইয়ামাল, আর হেডে গোলটি করেন লেভানডফস্কি। ৮৪ মিনিটে ২৫ সেকেন্ডের ব্যবধানে দুই দলের দুটি সুবর্ণ সুযোগ নষ্ট হয়। প্রথমে তাকেফুসা কুবোর শট ক্রসবারে বাধা...