অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী : যখন বলা হয় বাংলাদেশে হৃদরোগের অবস্থা কি? তখন পরিসংখ্যানের দরকার হয়। আমাদের দেশে এক সময় সংক্রামক রোগে বেশি লোক মারা যেতেন। এখন কিন্তু উল্টো হয়ে গেছে। এখন আমরা বলি, নন কমিউনিকেবল ডিজিজ বা সংক্রামক নয় এমন রোগে মারা যায় ৬৮ থেকে ৭০ শতাংশ মানুষ। তার মধ্যে সব থেকে বেশি হলো, কার্ডিওভাসকুলার ডিজিজ (হৃৎপি- বা রক্তনালীর সঙ্গে জড়িত যেকোনো রোগ)। আবার ওই ৭০ ভাগের মধ্যে তিন ভাগের এক ভাগ লোক মারা যাচ্ছে হৃদরোগের কারণে। এখানে দুইটি বিষয় থাকে, একটি হলো হৃদযন্ত্রে রক্তনালী এবং মস্তিষ্কের রক্তনালীর রোগ। দুইটি কিন্তু একই সূত্রে গাঁথা। যখন হৃদযন্ত্রের কোনো রক্তনালী বন্ধ হচ্ছে তখন হার্ট অ্যাটাক (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ) হচ্ছে। মস্তিষ্কের কোনো রক্তনালী বন্ধ হয়ে গেলে বা ছিঁড়ে গেলে, রক্তপাত হলে,...