পাল্টাপাল্টি পোস্ট- আসিফ মাহমুদ বললেন 'আমিই ঠিক ছিলাম', সাকিব বললেন 'ফিরবো হয়তো কোনদিন'ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের উত্তেজনার মধ্যে রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও দেশান্তরী সাকিব আল হাসানের পাল্টাপাল্টি পোস্টে ভিন্নমাত্রা যোগ হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ফেসবুকে এক পোস্ট দেন সাকিব আল হাসান। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি পোস্টে। তার ওই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কিছুক্ষণ পর ক্রীড়া উপদেষ্টা তার এক ফেসবুক একাউন্টে লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম। এখানেই আলোচনা শেষ।' প্রশ্ন উঠে কাকে পুনর্বাসন না করার কথা বললেন আসিফ মাহমুদ। এর কিছুক্ষণ পর সাকিব আরেক পোস্টে সাকিব লেখেন, 'যাক শেষমেষ কেউ একজন...