শুধু সিএসসিআর হাসপাতালে আমরা গত মাসে ১০০ জনের হার্টে রিং পরিয়েছি। যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরানো হয়েছে ৯৮ জনের। অর্থাৎ আমি এই বিষয়টি বোঝাতে চেষ্টা করছি যে এখন আর রোগীরা বিদেশ বা ঢাকামুখী নয়। চট্টগ্রামের হাসপাতালগুলোতে হার্টের উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। আমরা সিএসসিআরে সবচেয়ে লেটেস্ট মডেলের যন্ত্র এনেছি। এর মাধ্যমে রোগীর হার্টের রক্তনালিতে কত শতাংশ ব্লক রয়েছে তা সহজে শনাক্ত করা যায় এবং সেই অনুযায়ী চিকিৎসা করানো হয়। আমরা ২৪ ঘণ্টা প্রাইমারি পিসিআই সার্ভিস দিয়ে থাকি। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে যে তিনজন সিনিয়র ডাক্তার রয়েছেন তারাও আমাদের টিমে রয়েছেন। ঢাকা থেকে বিশেষজ্ঞ ডাক্তারসহ আমাদের ৩০ জনের একটি টিম কার্ডিওলজিতে কাজ করছি। বর্তমানে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের রোগী ছাড়াও ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল থেকেও রোগী আসছে।...