চট্টগ্রামে আমরাই হার্টের রোগীদের ২৪ ঘণ্টা প্রাইমারি পিসিআই সার্ভিস দিয়ে থাকি। প্রাইমারি পিসিআই হলো হার্ট অ্যাটাকের পর ন্যূনতম সময়ের মধ্যে এনজিওগ্রাম করে বন্ধ রক্তনালি খুলে দেওয়ার প্রক্রিয়া। এতে রোগীর হার্টের কর্মক্ষমতা পুনরায় ফিরে আসে এবং বাঁচে জীবন। একটি রোগী আমাদের জরুরি বিভাগে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তির ৩০ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করতে পারি। এখন রোগী দিন বা রাতের যেকোনো সময়ে কিংবা দেশে মহাদুর্যোগের মধ্যেও আমাদের এই সার্ভিস বন্ধ হয় না। গত বছর জুলাই আগস্ট মাসে দেশ জুড়ে চলমান বিপ্লবের সময়ও আমাদের হাসপাতালে আসা রোগীরা এই সময়ের মধ্যে সার্ভিস পেয়েছে। এমনকি কোরবানির ঈদের দিনও রোগী ভর্তির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গরু কাটা বাদ দিয়ে আমাদের টিম হাসপাতালে এসে হাজির হয়েছে। একজন হার্ট অ্যাটাকের রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে...