শিক্ষার্থীর জীবনে কঠোর পরিশ্রম, সময়মতো পড়াশোনা ও পরিকল্পনা সব সময় গুরুত্বপূর্ণ। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু রাশির শিক্ষার্থীদের চলমান শিক্ষাজীবনে বিশেষ সতর্কতা থাকা দরকার, যাতে তারা অযথা ভুল বা দেরিতে সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচতে পারে। মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)উদ্যমী ও উৎসাহী মেষ শিক্ষার্থীরা কখনো কখনো আত্মবিশ্বাসের চাপে অতি আত্মনির্ভরশীল হয়ে পড়েন। সহপাঠী বা শিক্ষকের পরামর্শ এড়িয়ে গেলে গুরুত্বপূর্ণ বিষয় মিস হতে পারে। সময়মতো সাহায্য নেওয়া জরুরি। কর্কট (২২ জুন–২২ জুলাই)কর্কট জাতকরা আবেগপ্রবণ ও সংবেদনশীল। পরীক্ষার চাপ বা কঠিন পরিস্থিতিতে অতিরিক্ত চিন্তা তাদের মানসিক চাপ বাড়ায়। মনকে স্থিতিশীল রাখার জন্য ধৈর্য ও নিয়মিত বিশ্রাম দরকার। কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)খুঁতখুঁতে কন্যা শিক্ষার্থীরা সবকিছু নিখুঁত করতে চায়। কিন্তু প্রতি বিষয়ে অতিরিক্ত বিশ্লেষণ সময় নষ্ট করে এবং শেষ মুহূর্তে চাপ সৃষ্টি করে। পরিকল্পনা অনুসারে ধীরে...