ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কৃষক মইনুল ইসলামকে বিষাক্ত সাপে কামড় দেয়। পরে তিনি সঙ্গে সেই সাপ নিয়ে হাসপাতালে হাজির হন। শনিবার (২৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, মইনুল বিছানায় শুয়ে আছেন। পাশে বোতলে রাখা সাপটি।মইনুল ইসলাম জানান, দুপুরে উঠানে কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ একটি সাপ এসে পায়ে কামড় দেয়। বিষের ভয়াবহতা বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকদের দেখাতে তিনি সেই সাপটিকে সঙ্গে করে হাসপাতালে হাজির হন।হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে অ্যান্টিভেনম প্রয়োগ করেন। প্রায় ২৪ ঘণ্টা চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি সুস্থ আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।মইনুল বলেন, প্রথমে খুব ভয় পেয়েছিলাম। তবে বুঝে গিয়েছিলাম হাসপাতালে না গেলে...