এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল জয় তুলে নেয় দুই বল হাতে রেখে। ম্যাচ শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলের সাফল্যকে তুলনা করলেন সাম্প্রতিক সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে। মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘অপারেশন সিঁদুর খেলার মাঠে। ফল একই, ভারত জয়ী! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের। ’ প্রসঙ্গত, গত ৭ মে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হন। এর পরই ভারত পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর' নামের সামরিক অভিযান চালায়। মোদি সেই ঘটনার সঙ্গে ভারতের ক্রিকেট মাঠের জয়কে এক সূত্রে বেঁধেছেন। যদিও পরে ভারতের সেই অভিযান যুদ্ধে রূপ নেয়। দুই পক্ষই ব্যাপক ক্ষতি ও আন্তর্জাতিক চাপের মুখে পড়ে এবং যুদ্ধবিরতির মাধ্যমে এর...