এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই টান টান উত্তেজনা। সেই মহারণে জয় পেয়েছে ভারত।রোমাঞ্চে ভরা ম্যাচে শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্য পূর্ণ করেছে তারা। ম্যাচ শেষে দলের গুরুত্বপূর্ণ ইনিংস খেলা সঞ্জু স্যামসন জানিয়েছেন, এমন চাপের ম্যাচ তিনি উপভোগ করেছেন ভীষণভাবে। ম্যাচের পর স্যামসন বলেন, “খুব বেশি ভারত-পাকিস্তান ম্যাচ খেলিনি, তবে আজকের চাপটা ছিল ভীষণ। একপর্যায়ে তিন উইকেট পড়ে যাওয়ায় অভিজ্ঞতা কাজে লাগাতে হয়েছে। নিজেকে শান্ত রাখা, বলের দিকে চোখ রাখা আর ঠিকমতো রোটেশন এসবই করেছি। আজকে সবকিছু ভালোভাবে হলো। তিলকের সঙ্গে দুর্দান্ত একটি পার্টনারশিপ গড়তে পেরেছি, আর ম্যাচটা খেলে সত্যিই চাপটা উপভোগ করেছি। ” ফাইনালে ভারত রান তাড়ায় নেমে শুরুর দিকেই ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে স্যামসন ও তিলক ভার্মার ব্যাটে গড়ে ওঠে...