ঢাকা: নগরের প্রতিটি রুটে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া তালিকা তৈরি করে তা ১৫ দিনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।রোববার (২৮ সেপ্টেম্বর) সিলেট মহানগর এলাকায় সিএনজিচালিত থ্রি হুইলার যানবাহনের ভাড়া নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভাটি এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার নিজে।সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ কমিশনার এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “আমাদের দায়িত্ব শ্রমিক, মালিক ও সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করা, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।”এসএমপি কমিশনার আরও জানান, কিছু এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের জিম্মি করে ভাড়া নেওয়া এবং অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠার অভিযোগ রয়েছে। এসব অনিয়ম নিয়ন্ত্রণ করে...