‘আমার সিদ্ধান্ত ঠিক ছিল’- এমনটি জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি তা লিখেন। ওই স্ট্যাটাসে উপদেষ্টা কারও নাম উল্লেখ করেননি। তবে কাকে ইঙ্গিত করে কথা বলছেন, সেটা বোধ হয় বুঝতে কারোই সমস্যা হয়নি।ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, উপদেষ্টা ক্রিকেটার সাকিব আল হাসানকে ইঙ্গিত করেছেন। কারণ, সাকিব আল হাসান আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সাকিব ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।আসিফ মাহমুদ লিখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But i was right. End of the discussion (বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।)’এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েমও স্ট্যাটাস দিয়েছেন।...