টুর্নামেন্টের শুরু থেকেই ভারত ছিল অবিসংবাদিত ফেভারিট। অপরাজিত থেকে ফাইনালে এসে সেটা তারা প্রমাণও করেছিল। ওদিকে পাকিস্তান টুর্নামেন্টে এই ভারতের কাছেই হেরেছে স্রেফ। ফাইনালে সেই তাদের হারাতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হতো। পাকিস্তান তার আভাস দিলেও শেষমেশ পারেনি। ভারতের কাছে হেরেছে এবার ৫ উইকেটে। তাদের ছুঁড়ে দেওয়া ১৪৭ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে জিতে গেছে ভারত। বনে গেছে এশিয়ান চ্যাম্পিয়ন। ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বড় ধাক্কা খেলেও শেষ ওভারে তিলক ভার্মা ও রিংকু সিংয়ের ঝড়ে জয় নিশ্চিত করে সূর্যকুমার যাদবের দল। শেষ ওভারে ভারতের দরকার ছিল ১০ রান। বল হাতে ছিলেন হারিস রউফ। প্রথম বলে ২ রান নেন তিলক ও রিংকু। দ্বিতীয় বলেই তিলক ছক্কা মারেন। তৃতীয় বলে তিনি নেন ১ রান। চতুর্থ বলে রিংকু মিড...