আগের দুই ম্যাচের দুটিই একপেশে লড়াই। ফাইনালের মঞ্চে শক্ত অবস্থানে থেকে নাটকীয় ব্যাটিং ধসে যখন দেড়শর নিচে গুটিয়ে গেল পাকিস্তান, আরেকটি নিরুত্তাপ সমাপ্তির আভাসই পাওয়া যাচ্ছিল তখন। কিন্তু এবার বোলিংয়ে দারুণ লড়াই করল পাকিস্তান। শুরুতেই ভারতকে চেপে ধরল তারা তিন উইকেট নিয়ে। তবে তিলাক ভার্মার চমৎকার ইনিংস ও দুটি পঞ্চাশোর্ধ জুটিতে রোমাঞ্চের নানা ধাপ পেরিয়ে আরেকবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারত। রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ফাইনালে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ৫ উইকেটে। আসরে তিনবারের দেখায় তিনবারই পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ জিতল প্রতিযোগিতাটির সফলতম দল ভারত। দুবাইয়ে রোববার ত্রয়োদশ ওভারে ১ উইকেটে ১১৩ রানের ভালো অবস্থানে থেকে অন্তত ১৮০ রানে চোখ রাখছিল পাকিস্তান। কিন্তু ৩৩ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে গুটিয়ে যায় তারা পাঁচ বল বাকি থাকতে। জবাবে ২০...