২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম স্বাস্থ্য খাতের মাফিয়া ডন মোতাজ্জেরুল ইসলাম মিঠুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-পরিচালক মো. সামসুল আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তিনি নিজ নামসহ স্ত্রী, কন্যা ও নিকটাত্মীয়দের নামে রাজধানীজুড়ে বহুতল ভবন, ফ্ল্যাট, দোকানপাট, বিলাসবহুল গাড়ি ও কোম্পানিতে বিপুল বিনিয়োগ করেছেন। নির্ভরযোগ্য সূত্র জানায়, মিঠুর সঙ্গে ওঠা-বসা এবং মিঠুর নির্দেশে দুদকের তৎকালীন চেয়ারম্যান ইকবাল হোসেন পাটোয়ারি ওরফে ‘ইকবাল মাহমুদ’ অনুগত পরিচালক (বিশেষ) কাজী শফিকুল আলম এবং দুদক গঠিত বিশেষ স্বাস্থ্যবিষয়ক অনুসন্ধান টিমের প্রধান সামসুল আলম (ডিডি) সব সিদ্ধান্ত নিতেন। উদ্দেশ্য ছিল, মিঠুর সমস্ত দুর্নীতি ধামাচাপা দেয়া। তাদের সিদ্ধান্তে কমিটিতে অন্য সদস্য মামুনুর রশীদ চৌধুরী (এডি), মো. সাইদুর রহমান (ডিএডি), মো. ফেরদৌস হুমাম (ডিএডি),...