২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম জুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর শেখ হাসিনার বর্বর ও বীভৎসতার খ-চিত্র ফুটে উঠেছে জব্দকৃত ১৭ ভিডিওতে। ভিডিওগুলো প্রদর্শন করা হয়েছে ট্রাইব্যুনালে। প্রথমেই সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ভিডিও প্রদর্শিত হয়। একপর্যায়ে একে একে সব দেখানো হয়। এর মধ্যে গত বছর ১৪ জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ এবং ‘রাজাকারের নাতিপুতি’ আখ্যায়িত করা শেখ হাসিনার সংবাদ সম্মেলনের চিত্রও তুলে ধরা হয়। বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার ৫৪তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো: আলমগীর সাক্ষ্য দেন। তিনি শেখ হাসিনা, আসাদুজ্জামান কান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেন। গতকাল দুপুর সোয়া ১২টার পর সাক্ষ্য দিতে ডায়াসে ওঠেন তদন্ত কর্মকর্তা মো: আলমগীর হোসেন। শপথ পড়ে নিজের জব্দকৃত...