শেখ হাসিনা খুব দ্রুত কিছু একটা করতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। সম্প্রতি শেখ হাসিনার কয়েকটি কল রেকর্ড বা অডিও বক্তব্য ফাঁস হয়েছে। সেগুলো পর্যালোচনা করে এমন মন্তব্য করেন রনি। আগামী এক দেড় বছরের মধ্যে আওয়ামী লীগে শেখ পরিবারের সদস্যদের পুনর্বাসন করা না গেলে শেখ পরিবার আওয়ামী লীগ থেকে মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেন গোলাম মাওলা রনি। রবিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। ওই ভিডিওতে গোলাম মাওলা রনি বলেন, ‘সাম্প্রতিক সময় শেখ হাসিনা ঘন ঘন বৈঠক করছেন। তিনি নেতাকর্মীদের যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং যেভাবে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য নির্দেশনা দিচ্ছেন, তা রীতিমতো আতঙ্কজনক।’ তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের লোকজন ঝটিকা মিছিল করছে, বাইরের...