২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম নির্বাচনী প্রচারণারত তামিল অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে কমপক্ষে ৩৯ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। তামিলনাড়–র মুখ্যমন্ত্রী একথা জানিয়েছেন। এখন পর্যন্ত ৩৯ জন মারা গেছেন, যার মধ্যে ১৩ জন পুরুষ, ১৭ জন মহিলা, চার ছেলে এবং পাঁচজন মেয়ে এবং ২৬ জন পুরুষ এবং ২৫ জন মহিলাসহ ৫১ জন নিবিড় চিকিৎসাধীন রয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন সাংবাদিকদের বলেন, বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগামের রাজনৈতিক সমাবেশে ঘটনাটি ঘটেছিল সেই জেলা করুরে। এর আগে, রাজ্যের আইনপ্রণেতা সেন্থিল বালাজি সাংবাদিকদের বলেন যে, ৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন দশক ধরে তামিল সিনেমার সবচেয়ে ধনী অভিনেতাদের একজন বিজয়, ২০২৪ সালে তার রাজনৈতিক দল চালু করার পর থেকে...