২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ফারাক্কার ভয়াল ছোবল ও দখল ও দূষণে মৃতপ্রায় দেশের অধিকাংশ নদী। কাগজে-কলমে এক হাজার ৪১৫ নদীর হিসাব থাকলেও বাস্তবে অর্ধেকের অস্তিত্ব নেই। যেসব নদী এখনো বেঁচে আছে, সেগুলোও অবৈধ দখল, দূষণ আর পানির সংকটে ধুঁকছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও নদী আজ সবচেয়ে অবহেলিত। অভিন্ন নদীর ন্যায্য হিস্যা না পেয়ে এবং অভ্যন্তরীণ অব্যবস্থাপনার কারণে দেশ ভয়াবহ পানি সংকটে পড়ছে। ভারতের একতরফা পানি প্রত্যাহার, ফারাক্কা ও গজলডোবা ব্যারেজের কারণে শুষ্ক মৌসুমে ভাটির দিকে পানি প্রবাহ কমে যাচ্ছে। এর প্রভাব পড়ছে কৃষি, নাব্যতা, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকার ওপর। পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী বর্তমানে সারা দেশে নদীপথের দৈর্ঘ্য ২৪ হাজার কিলোমিটার হলেও, নৌপরিবহনযোগ্য নাব্য নৌপথের দৈর্ঘ্য অনেক কম। শুষ্ক মৌসুমে এই নাব্যপথ...