২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে আগামী ৯ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঘরের মাঠে এ ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ হংকং। ম্যাচকে সামনে রেখে গতকাল অনলাইনে টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে অবাক করা কা- হচ্ছে অনলাইনে বিক্রি শুরু হওয়ার প্রায় ৪০ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে বাংলাদেশ-হংকং ম্যাচের ১৯ হাজার টিকিট!ঢাকা জাতীয় স্টেডিয়ামে গ্যালারি আসন ১৮ হাজার। আর ক্লাব হাউজের ১ হাজার। ৪০০ টাকা মূল্যের সাধারণ গ্যালারি ও ক্লাব হাউসের জন্য আড়াই হাজার টাকা মূল্যের মোট ১৯ হাজার টিকিট বিক্রি হয়েছে এক ঘন্টারও কম সময়ে! এ তথ্য কাল নিশ্চিত করেন বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। এ নিয়ে তিনি বলেন, ‘গ্যালারির...