২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ঢাকা টঙ্গীর কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকা-ে নিহত ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম এর দাফন সম্পন্ন হয়েছে। গত শনিবার রাতে শেরপুরের নকলা উপজেলার গৌরদার ইউনিয়নের খন্দকারবাড়ি পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।এর আগে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাকে গার্ড অব অনার ও শেষ শ্রদ্ধা জানান। জানাজায় অংশ নেন এলাকাবাসী, সহকর্মী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল কারখানায় অগ্নিকা-ে দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর দগ্ধ হন জান্নাতুল নাঈম। তার শরীরের ৪২ শতাংশ পুড়ে যায়। ওই ঘটনায় ফায়ার সার্ভিসের আরো চার সদস্য আহত হন, যাদের মধ্যে ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার...