২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম রাজধানীর মতিঝিল, কমলাপুর ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতে গুরুত্বপূর্ণ এলাকা। এছাড়াও রয়েছে দেশের নামিদামী সবচেয়ে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান। রয়েছে কেন্দ্রীয় ব্যাংক এবং নানা বাণিজ্যিক প্রতিষ্ঠান। রয়েছে বেশকিছু ব্যাংকসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়। এই কমলাপুর টিটিপাড়া এলাকায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আন্ডারপাস নির্মাণ কাজ শেষের দিকে। টিটিপাড়া-কমলাপুর সড়কটিতে আন্ডারপাস নির্মাণের কারণে যানবাহন চলাচল বন্ধ করা হয়। কিন্তু দীর্ঘদিন সময় অতিক্রম হলেও চালু হয়নি সড়কটি। তাই প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। তবে আন্ডারপাস নির্মাণের কাজ প্রায় ৯০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে। কর্তৃপক্ষ বলছে, আন্ডারপাসটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। নির্মাণ কাজ শেষ হলেই যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে। এতে কমবে মানুষের ভোগান্তি। এতোদিনে সড়কটিতে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে...