২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ এএম ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুনর্বহালের আগে আমেরিকা ইরানকে তিন মাস বিলম্বিত করতে প্রস্তুত ছিল, কিন্তু বিনিময়ে সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করার দাবি জানিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও সংস্থা তাকে উদ্ধৃত করে বলেছে, ‘আমেরিকানদের দাবি অগ্রহণযোগ্য। তারা চায় আমরা তাদের আমাদের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম দিই এবং বিনিময়ে তারা আমাদের তিন মাস সময় দেবে, যা একেবারেই অগ্রহণযোগ্য’। পেজেশকিয়ানের মতে, ওয়াশিংটন আবার কয়েক মাসের মধ্যে স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করতে চাইতে পারে (যার মধ্যে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা অন্তর্ভুক্ত) এবং একটি নতুন দাবি করতে পারে। ইরানের প্রেসিডেন্ট আরো যোগ করেছেন যে, যদি স্ন্যাপব্যাক এবং অগ্রহণযোগ্য দাবির মধ্যে একটি পছন্দ থাকে, তবে প্রথমটিই...