২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম জোয়ারের পানিতে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কৈগরদাসকাঠি চর এলাকার ৪৫টি বসতবাড়ি প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন ঐ এলাকার শত শত মানুষ। প্রতিদিন দিনে ও রাতে দুইবার প্লাবিত হয়ে বাড়িঘর তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। মানবেতর জীবনযাপন করছেন তারা। জানা যায়, উপজেলার দুর্গম চরাঞ্চল কৈগরদাসকাটি এলাকায় ৬/৭ শতাধিক পরিবারের সদস্যরা বসবাস করে আসছেন। এর মধ্যে ৫০টি পরিবারের বাড়িঘরের বাইরে নিরাপত্তা বেষ্টনী বা বেড়িবাঁধ না থাকায় জোয়ারে বাড়িঘর তলিয়ে যাচ্ছে। এতে ধান চাষ, মাছ চাষ, গবাদিপশু পালন, রান্না করা ও বসবাস করা দুর্বিসহ হয়ে পড়েছে। শিশুদের লেখাপড়া ও স্কুলে যাতায়াতে বিঘœ সৃষ্টি হচ্ছে। রান্না করার চুলা পানিতে তলিয়ে যাওয়ায় খেয়ে না খেয়ে দিন পার করছে তারা। জোয়ারের পানিতে...