২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি ইসরাইলকে থামানো না যায়, তবে ফিলিস্তিনি রাষ্ট্র চিরকাল ‘অসম্পূর্ণ’ থেকে যাবে। তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার মন্ত্রিসভা এবং ‘গণহত্যাকারী ক্যাডার’ হিসেবে আখ্যায়িত কিছু ব্যক্তির অবিলম্বে বিচারের আহ্বান জানান। পাশাপাশি, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নিষ্ক্রিয়তাকে তিনি তীব্রভাবে সমালোচনা করেন। গত শনিবার ইস্তাম্বুলে আয়োজিত বসফরাস কূূটনীতি ফোরামে ভাষণদানকালে এরদোগান বলেন, বহু রাষ্ট্র সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও, তা ‘বিলম্বিত পদক্ষেপ’ হলেও একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বিবেচিত হতে পারে। তবে তিনি প্রশ্ন তোলেন, কেন ৬৫ হাজার নিরীহ প্রাণহানির আগে এই স্বীকৃতি আসেনি? যা বিশ্ব সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার ওপর নতুন করে প্রশ্ন তোলে। জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলি প্রধানমন্ত্রীর ভাষণের প্রসঙ্গ টেনে এরদোগান বলেন, ‘গণহত্যা নেটওয়ার্কের’...