কবি, মদনমোহন তর্কালঙ্কারের সেই কবিতাটা মনে পড়ে, ‘পাখী সব করে রব/ রাতি পোহাইল/ কাননে কুসুম কলি/ সকলি ফুটিল’! রাত পোহাইলে পাখির ডাক তো শোনা যায়-ই। এই পাখিদের মধ্যে কাকও কিন্তু এক ধরনের পাখি। রাত পোহালে কাকের ডাকও শুনি। কাক যদিও কোকিল না। বাজপাখিও না। তবে পাখি তো বটে। চড়ুই পাখিও তো পাখি! কিন্তু কোন পাখির ডাক ভালো লাগে! এটা নিয়ে বিভিন্ন মতামত আছে। সকালবেলা মোরগের ডাক শুনলেও অনেকের কাছে ভালো লাগে। হতেই পারে। মিডিয়াতেও হারহামেশা ইদানীং আমরা যে ডাক শুনি সেগুলো কোন ধরনের পাখি! চড়ুই পাখি না বাজপাখি! বাবুই না কোকিল! সম্প্রতি নিউ ইয়র্কের জাতিসংঘের ৮০তম সাধারণ সভাতে দেশ-বিদেশের অনেক পাখি এসে ভিড় করেছিল। তাদের কারও ডাক অধীর আগ্রহ নিয়ে অনেকেই শুনেছে। কারও ডাক শুনে অনেকে হল ত্যাগ করে চলে...