২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম এন্ড অ্যাওয়ে দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন জাতীয় ফুটবল দলের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ২৮ সদস্যদের এই দলে একমাত্র নতুন মুখ যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। এছাড়া যথারীতি দলে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, কানাডা প্রবাসী সামিত সোম এবং ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলামও। সদ্য সমাপ্ত এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে ভিয়েতনামে দুর্দান্ত পারফরম্যান্স করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ। বয়সভিত্তিকের পর এবার সিনিয়র দলেও ডাক পেলেন তিনি। কোচ ক্যাবরেরার অধীনে আজ থেকেই ঢাকায় শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প।বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সুত্রে জানা গেছে হামজা চৌধুরী,সামিত সোম ও ফাহামেদুল ইসলাম ক্যাম্প শুরুর কয়েক দিন...