এশিয়া কাপের ফাইনাল ম্যাচে আশা জাগিয়েও জিততে পারল না পাকিস্তান। মাত্র ২০ রানে টপঅর্ডারের তিন উইকেট হারানো ভারতের দল ৫ উইকেটের ব্যবধানে জয়ী হয়। তাতেই টানা দ্বিতীয়বার ও নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। রান তাড়া করতে নেমে প্রথম ওভারটা দেখে-শুনেই খেলেছেন দুই ভারতীয় ওপেনার। দ্বিতীয় ওভারে চড়াও হওয়ার চেষ্টা করেছিলেন অভিষেক শর্মা, কিন্তু ফাহিম আশরাফের করা বলে ক্যাচ তুলে দেন তিনি। পরের দুই ওভারে আরও দুটি উইকেট হারায় ভারত। শাহিন আফ্রিদির বলে সূর্যকুমার যাদব এবং ফাহিম আশরাফের বলে শুবমান গিল আউট হন। এর ফলে ভারত বিপদে পড়ে। ব্যাট হাতে অভিষেক শর্মা করেছেন ৫ রান, সূর্যকুমার ১ রান ও গিল ১২ রান। মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে ভারত চাপে পড়ে। তবে চতুর্থ উইকেট জুটিতে চাপ সামলান তিলক ভার্মা...