রাজনৈতিক কারণে লম্বা সময় জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলার আশাও পূর্ণ হয়নি তার। বলা চলে, ক্রিকেট ক্যারিয়ার শেষ সাকিবের। গত বছর চেয়েছিলেন বাংলাদেশের মাটিতে খেলতে, নিরাপত্তাজনিত কারণে দেশে আসতে পারেননি। এসব নিয়ে এতদিন কথা না বললেও রোববার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে পোস্ট করেন সাকিব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে সাকিব লেখেন, ‘শুভ জন্মদিন আপা।’ সাকিব পোস্ট দেওয়ার এক ঘণ্টা পর তাকে উদ্দেশ্য করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি ঠিক ছিলাম। আলোচনা এখানেই শেষ।’ চুপ...