আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী আবুল খায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ তোফায়েল আহমেদ। সম্প্রতি জ্বর হয়েছিল। শারীর অনেক দুর্বল হয়ে গেছে। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক গণমাধ্যমকে জানান, “তোফায়েল আহমেদ চার দিন ধরে আমাদের হাসপাতালে ভর্তি আছেন। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ। তার অবস্থা ভালো নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তোফায়েল আহমেদের মৃত্যুর বিষয়টি নিয়ে তিনি বলেন, মৃত্যুর যে গুঞ্জন ছড়িয়েছে, সেটি সঠিক নয়।...