পাকিস্তান চেষ্টা করেছিল। মাঝারি পুঁজি নিয়েও ম্যাচ নিয়ে যায় শেষ ওভারে। শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১০ রান, হাতে পাঁচ উইকেট। দুই বল হাতে রেখেই তা টপকে যায় ভারত। এশিয়া কাপের ফাইনালে রোববার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে ভারত। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন তারা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ১৯.১ ওভারে অলআউট হয় ১৪৬ রানে। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৫০ রান করে ভারত। রান তাড়ায় শুরুতেই খেই হারায় ভারত। স্কোরবোর্ডে ২০ রান তুলতে হারায় ৩ উইকেট। পুরো আসরে ব্যাট হাতে ঝড় তোলা অভিষেক শর্মা দাঁড়াতে পারেননি। ৬ বলে ৫ রান করে ফাহিম আশরাফের শিকার হন। আরেক ওপেনার শুভমান গিল ফেরেন ১০ বলে ১২ রান করে। তাকেও বিদায় করেন ফাহিম। অধিনায়ক সূর্যকুমার যাদব ১...