ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) চলমান সংলাপে সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তারা স্মরণ করিয়ে দিয়েছেন, বিতর্কিত নির্বাচনের দায়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও নুরুল হুদার পরিণতি। কারাগারে যেতে হয়েছে তাদের। তাই বর্তমান কমিশনকেও সাহস ও মেরুদণ্ড দেখিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান তারা। অন্যথায় একই পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। গতকাল রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত সংলাপে এ আহ্বান জানানো হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। সংলাপে সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষার্থী ও নাগরিক সংগঠনের প্রতিনিধি অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, আমরা এখনো নির্বাচন প্রক্রিয়া সঠিক করতে পারিনি। সাবেক প্রধান বিচারপতি...