২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের চর-কবাই গ্রামে তরমুজ চাষে জমি লিজ না দিতে চাওয়ায় পরিকল্পিতভাবে সোহেল খান (৩৫) নামে এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ১১টায় কবাই ইউনিয়নের কবাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল খান ৮নং ওয়ার্ডের উত্তর কবাই গ্রামের বাসিন্দা নুর ইসলাম হাওলাদারের ছেলে। নিহত সোহেলের সপ্তম শ্রেণি পড়–য়া কন্যা ফাতিমা আক্তার জানান, তার পিতা একজন কৃষক, গত বছর তাদের কয়েক বিঘা জমি তরমুজ চাষের জন্য লিজ দেয়া হয়, এ বছর সেই জমি তার পিতা নিজেই চাষ করেছেন। এ জন্য শত্রুতা জেরে তার পিতাকে হত্যা করা হয়েছে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভোর রাত...