৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে কর্মবিরতি ঘোষণা দিয়েছে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। রোববার (২৮ সেপ্টেম্বর) মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে এ কর্মবিরতি ঘোষণা দেওয়া হয়। প্রস্তাববিত দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারাদেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রে আগামী ১ অক্টোবর থেকে টিকাদানবন্ধসহ আসন্ন ১২ অক্টোবর টাইফয়েড টিকার ক্যাম্পেইনের কার্যক্রম ও অন্যান্য রিপোর্ট প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেন তারা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন্য প্রতিশোধক হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমাদের এ টিকা প্রদান করা কাজটি সম্পন্ন টেকনিক্যালধর্মী হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। তাছাড়া আমরা দীর্ঘদিন থেকে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও সংশ্লিষ্ট বিভাগ বাস্তবায়ন...