এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। ২৮ সদস্যদের প্রাথমিক দলে একমাত্র নতুন মুখ যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। ২১ বছর বয়সী এই তরুণ ডিফেন্ডার আগস্টে গায়ে তোলেন অনূর্ধ্ব-২৩ দলের জার্সি। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে খেলা জায়ানরা দলগতভাবে আলো ছড়াতে না পারলেও ব্যক্তিগত নৈপুণ্যে নজর কাড়েন তিনি। এছাড়া দলে আছেন কাজেম শাহ কিরমানিও। গত শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগ শুরুর ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে আবাহনীর এ ফুটবলার চোট পেয়েছিলেন। অ্যাম্বুলেন্সে করে ছেড়েছিলেন মাঠ। তবে চোট গুরুতর না হওয়ায় এই মিডফিল্ডারকে রেখেছেন কাবরেরা। এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে ভিয়েতনামে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন জায়ান। বয়সভিত্তিকের পর এবার সিনিয়র দলেও ডাক পেয়েছেন এই ডিফেন্ডার। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে ২৯ সেপ্টেম্বর থেকে ঢাকায় ক্যাম্প শুরু...