সরওয়ার আলম, ৫৩ বছর বয়সে কখনো কোলেস্টেরলের ওষুধও খাওয়ার প্রয়োজন হয়নি। সুস্থ এই মানুষটি গত ৭ সেপ্টেম্বর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়েন। আর সেই অ্যাটাকের পর পরীক্ষা-নিরীক্ষা করে গত ২১ সেপ্টেম্বর নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে এনজিওগ্রাম করতে গিয়ে একটি রক্তনালিতে ৯২ শতাংশ ব্লক শনাক্ত হয়। তখন ওই স্থানে এনজিওপ্লাস্ট (রিং) করতে হয়। শুধু কি সরওয়ার আলম? না, বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে হার্টের রোগীদের ক্ষেত্রে তরুণদের সংখ্যা বাড়ছে। সাধারণের ধারণায় বয়স্কদের রোগ হলো হার্টের রোগ। কিন্তু এই প্রচলিত ধারণা এখন আর সঠিক নয়। বয়স্কদের পাশাপাশি তরুণরাও আগের যেকোনো সময়ের চেয়ে বেশি করে হার্টের রোগে আক্রান্ত হচ্ছে। সম্প্রতি নগরীর সিএসসিআর হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষমান নাজনীন আক্তার নামের এক নারীর সঙ্গে কথা হয়। হালিশহর ‘কে’ ব্লকের বাসিন্দা এই নারীর স্বামী রেজাউল...