এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে জিততে শেষ ৩০ বলে ভারতের দরকার ছিল ৪৭ রান। হাতে ছিল ৬ উইকেট। পঞ্চম উইকেটে তিলক ও শিবম দুবে জুটি গড়ে দলকে জয়ের পথে নেন। শেষ দুই ওভারে দরকার ১৭ রান। ভারতের ইনিংসের ১৯তম ওভার করতে আসেন ফাহিম আশরাফ। ওই ওভারে ৭ রান দিয়ে দুবেকে (৩৩) ফিরিয়ে ৬০ রানের জুটি ভাঙেন ফাহিম। তাতে ম্যাচ জমে ওঠে। তবে শেষ ওভারে ১০ রান দরকার হলেও সেটি ৪ বলেই নিয়ে নেয় ভারত। শেষ পর্যন্ত ভারত ম্যাচ জেতে ২ বল ও ৫ উইকেট হাতে রেখে। তিলক ৫৩ বলে অপরাজিত থাকেন ৬৯ রানে। তার ইনিংসে ছিল ৩ চার ও ৪ ছক্কা। ভারতের হয়ে পুরো টুর্নামেন্টে একটি বলই খেলার সুযোগ পান রিঙ্কু সিং, আর সেই বলে চার মেরে দলের জয় নিশ্চিত...