সিংগাইরের দো-আঁশ উর্বর মাটিতে আগে থেকেই গাজর, আলু, পেঁয়াজসহ শীতকালীন সবজি উৎপাদিত হয়ে আসছে। এর সঙ্গে পেঁপে চাষ যুক্ত হওয়ায় কৃষিতে এসেছে জাগরণ, আর হাজারো কৃষক হয়েছেন আর্থিকভাবে স্বাবলম্বী। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই মৌসুমে সিংগাইরে ৮৫০ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ৯০ হেক্টর বেশি। তবে প্রকৃতির অনিশ্চয়তা এবারের মৌসুমে কিছুটা চাষিদের কপালে ভাঁজ ফেলেছে। টানা বৃষ্টির কারণে অনেক জমিতে পানি জমে গাছের গোড়া পচে নষ্ট হয়ে গেছে। তবুও আশার আলো নিভে যায়নি। উপজেলা থেকে এ বছর প্রায় ৫০ কোটি টাকার পেঁপে বিক্রির আশা করছেন কৃকষকরা। সিংগাইর উপজেলার জয়মন্টপ, ধল্লা, সায়েস্তা, তালেবপুর, সিংগাইর সদর ও বায়রা ইউনিয়নে সবচেয়ে বেশি পেঁপে চাষ হয়েছে। এ ছাড়া অন্যান্য ইউনিয়নেও অল্প পরিসরে পেঁপে চাষ হচ্ছে। উৎপাদিত পেঁপে ঢাকাসহ দেশের...